দেশ আজ ভারত হয়েছে আজ শুন্য- জলহীন, প্রাণহীন। চারিদিকে শুধু ধু-ধু-ধু মরুভুমি- কার জন্য হল আজ এ অবস্থা? ‘ওর জন্য, ওর জন্য, ওর জন্য’। কেউ বলি না, ‘শুধু আমার জন্য’। সবুজ আজ হারিয়ে গিয়েছে বালু-চাপা পড়ে, জল আজ শুকিয়ে গিয়েছে মাটি চাপা পড়ে। আসুন, আজ আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, নিজেরাই নিজেদের ভারত গড়ি।
OOO DURDANTA ❤❤❤❤❤
উত্তরমুছুন