হে বিশ্ব প্রভু, কি খেলায় মেতেছ তুমি?
এ যেন এক লাশের মেলা,
মেলা বসেছে নানা দেশেতে, নানা গ্রামেতে, নানা শহরে।
নানা রঙের, নানা পোশাকের মানুষ এসেছে এখানে
এ-মেলাতে জ্বলছে আগুন,
পড়ছে যে কত লাশের কবর।
এই মেলাতেই কত প্রিয়জনকে হারিয়েছে কত মানুষ
কত শিশু হয়েছে মাতৃহারা
কত মায়ের হয়েছে কোল খালি।
এ মেলা যেন এক অন্য মেলা
রাস্তা হয়েছে আজ জনমানবশূন্য
প্রকৃতি যদিও ফিরে পেয়েছে প্রাণ,
তবুও কত মানুষ হয়েছে আজ কর্মহীন
উনুনে হাড়ি চড়ে না আজ কত বাড়িতে
কত মানুষ রয়েছে উপবাস।
কবে হবে এ মেলার শেষ প্রভু,
কবে হবে এ মেলার শেষ?

Image courtesy Freeimages

Excellent.
উত্তরমুছুন